
শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে ৩১ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মারধরের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার পরিচালকের ভাই মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব খানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বিলায়পুর ইউনিয়নের বুধাই মাদবর কান্দি গ্রামের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের সামনে দুই শিশুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। মারধরের শিকার ছাত্ররা হলেন, নড়িয়ার রাইয়ান হোসেন (১১) ও জাজিরার সামিউর রহমান (৯)।
জানা গেছে, ঈদুল ফিতরের আগের শুক্রবার মাদ্রাসার ইফতার মাহফিলে দেরি করে আসায় ক্ষিপ্ত হয়ে ইয়াকুব খান দুই শিক্ষার্থীকে পেটান। এতে একজনের পায়ে মারাত্মক আঘাত লাগে। ঘটনার পর অভিভাবকরা ভয়ে মাদ্রাসায় না এলেও ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক ইকবাল হোসেন খান বলেন, “আমার ভাই মালয়েশিয়া প্রবাসী, আগে এখানে শিক্ষকতা করতেন। ভুল হয়েছে, ক্ষমা চান।
জাজিরা ইউএনও কাবেরী রায় জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments