Image description

আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের অত্যাধুনিক আবাসন প্রকল্পের ৫০টি বহুতল ভবন নির্মাণ করার লক্ষ্যে নির্মাণ প্রতিষ্ঠান হেরিটেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া ও  হেরিটেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আকরাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী উভয়পক্ষ ভবন নির্মাণের সকল নিয়মনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন বলে চুক্তিপত্রে উল্লেখ করেছেন। এ অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন  কর্মকতাগণ এবং হেরিটেজ ডিজাইন ডেভেলপমেন্টের প্রশাসন ও মানবস্পদ বিভাগের পরিচালক মিসেস মমতাজ ইসলাম, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও মো. ইমরান খালিদ উপস্থিত ছিলেন। 

ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিপরীতে ঢাকা হাজী ক্যাম্প সংলগ্ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ও ৪৯ নং ওয়ার্ডেও আওতাধীন “আশিয়ান সিটি” আবাসন প্রকল্প। যা ঢাকা শহরের মধ্যে একমাত্র অনুমোদিত আবাসন প্রকল্প। ঢাকা শহরের আবাসন খাতকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে যুগপযোগী সর্বোচ্চ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করেই উক্ত প্রকল্প নির্মাণে উভয় পক্ষ অত্র অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে অঙ্গীকারাবদ্ধ হয়।

অনুষ্ঠানের শেষে উভয়পক্ষ মহান আল্লাহর শুকরিয়া আদায় করে অত্র প্রকল্পের কাজ যাতে সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করে সমাপ্ত করতে পারে এই আশাই ব্যক্ত করেন।