
ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল ও সুতা আমদানি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সুতা আমদানির বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যদিকে ১৫ এপ্রিল পর্যন্ত ছিল চাল আমদানিতে সরকারের বেঁধে দেওয়া নির্দেশনার শেষ দিন।
সবশেষ ১৩ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল এসেছে ৪৭৫ মেট্রিক টন। এরপর গত ২ দিনে বেনাপোল বন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, গত ২ দিনে বন্দর দিয়ে কোনো চাল ও সুতা আমদানি হয়নি।
বন্দরের অতিরিক্ত পরিচালক কাজি রতন জানান, বেনাপোল বন্দরে সবশেষ ১৩ এপ্রিল ভারত থেকে ১৪টি ট্রাকে ৪৭৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আর গত ১ মাসে ৪০ ট্রাকে ১ হাজার ৩৫৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে জানান তিনি।
এদিকে আমদানি বন্ধ হলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। বেনাপোল বাজারের চাল ব্যবসায়ী বাবু মণ্ডল জানান, ভারতীয় চাল আমদানি বন্ধ হলেও বাজারে দাম স্বাভাবিক রয়েছে। দেশের কৃষকের উৎপাদিত চাল বাজারে আসায় দামে প্রভাব পড়বে না বলে আশা করছেন তিনি।
Comments