Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশা চালকরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারীরা আখাউড়া - আগরতলার সড়ক অবরোধ করেন। বুধবার(১৬ এপ্রিল) দুপুরে পৌরশহরের বাইপাস চৌরাস্তা মোড়ে চালকরা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। এতে স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে। 

চালকদের অভিযোগ, প্রতিদিন আখাউড়া পৌরসভার ইজারাদার নামে জোরপূর্বক ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জোর করে টাকা কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে চালকদের মারধর ও হয়রানির শিকার হতে হয়। 

তারা আরও বলেন, এটা নতুন বাংলাদেশ। ছাত্র-জনতা সবাই মিলে আমরা দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করেছি সুতরাং স্বাধীন দেশে কোন ধরনের চাঁদাবাজি চলবে না। আমরা কাউকে চাঁদা দিবো না।

আখাউড়া পৌরসভার উপসহকারী (সিভিল) প্রকৌশলী মো. ফয়সেল আহম্মেদ খান বলেন, এটাকে চাঁদাবাজি বলা যাবে না। কারণ, আখাউড়া পৌর কর্তৃপক্ষ পৌরসভার উন্নয়নখাতে অর্থ আদায়ে শহরের বাইপাস, পুরাতন থানা ও রাজার দিঘী নামে ৩টি স্ট্যান্ড সম্প্রতি ৫০ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছে। ওই ইজারাদার টোকেনের মাধ্যমে প্রতিটি সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে ১৫ টাকা আদায় করে থাকে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, সিএনজি - অটোরিকশা চালক এবং ইজারাদারদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।