
ককটেল ফাটিয়ে ব্যবসায়ীর মালামাল লুটের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বহিষ্কৃত যুবদল (যুগ্ম-আহবায়ক) নেতা আশরাফ ভূইয়ার বিরুদ্ধে এবার আরেক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায়।
গত মঙ্গলবার(১৫এপ্রিল) রাতে সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগের বরাত দিয়ে ব্যবসায়ী গোলজার হোসেন জানান,জমির সাইনবোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় লোহার পাত কিনতে উপজেলার জামপুরের তাজমহল এলাকার পাশেই মাসাবো বাজারে নবীর হোসেনের দোকানে যান। তার সাথে দুই ভাতিজা ও গাড়ির ড্রাইভার ছিল। পূর্ব শত্রুতার জের ধরে দোকানে যাওয়ার কিছুক্ষণ পরেই ৪/৫ টি মোটরসাইকেলে যুবদলের বহিষ্কৃত নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দোকানের সামনে তাদের ঘেরাও করে । এসময় আশরাফ ভূইয়ার সন্ত্রাসী বাহিনীর একাধিক ডাকাতি মামলার আসামি সোয়েব মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেন৷ এসময় তারা বাজারে এলাকাবাসীদের উপস্থিতি দেখে কৌশলে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে কাজ শেষ করে যাওয়ার পথে পেরাবো এলাকায় ব্যবসায়ী গোলজার হোসেনের গাড়ির গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টা করে। কিন্তু ওই ব্যবসায়ীর গাড়ি চালকের বিচক্ষণতায় সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
ব্যবসায়ী গোলজার হোসেনের গাড়ির ড্রাইভার কামাল হোসেন বলেন, স্যারকে নিয়ে বাজারে গেলে কয়েকজন সন্ত্রাসী বাহিনী গাড়ির চারদিক ঘেরাও করে স্যারের কথা জিজ্ঞাসা করে। স্যার দোকানে গেছে একথা বলার সাথে সাথে সবাই দৌড়ে দোকানে যায়। গাড়ি থেকেই তাদের অকথ্য ভাষায় গালিগালাজের শব্দ শুনতে পাই। পরে পেরাবো এলাকায় আবার আমাদের গাড়ির গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করার চেষ্টা করে। আমি কৌশলে গাড়ি চালিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।
ঘটনাস্থলে থাকা একাধিক দোকানিরা জানান, ব্যবসায়ী গোলজার হোসেন রড কিনতে বাজারে আসে তখন আউয়াল হোসেন নামের এক কাঠ ব্যবসায়ীর দোকানে যান। সেখানে আশরাফ ভূইয়ার লোকজন এসে তাকে গালিগালাজ করে। এসময় আমরা তাদেরকে এখানে কেনো ঝামেলা করছে জিজ্ঞেস করলে তারা সেখান থেকে চলে যায়। পরে লোকমুখে জানতে পেরেছি যাওয়ার পথে তাদের উপর আক্রমণ করা হয়েছে৷
অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়ার মুঠোফোনে জানতে চাইলে ঘটনা অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি ঢাকায় থাকি। তবে প্রশ্নের এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বলেন ঘটনা ঘটেছে মাসাবো এলাকায় তাজমহলে আসলো কেনো? আপনারা সাংবাদিক আপনারা মনে করেন আপনাদের অনেক ক্ষমতা! নিউজ করে কি করবেন পারলে করেন। আমি কি রাস্তায় থাকি যে রাস্তায় আক্রমণ করবো।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় ব্যবসায়ীর দায়ের করা একটি অভিযোগ পেয়েছি। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছি৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments