
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ। শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলেই বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য সনি রহমান। তিনি বলেছেন, ‘একদিকে তিনি ক্যানসার রোগী, অন্যদিকে রয়েছে হার্টের সমস্যা। এর আগেও তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।’
ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। এরপর উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।
Comments