
শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদীর ডানতীর বেডিবাদ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নড়িয়া উপজেলা চত্বরে শতশত স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অবঃ) এস, এম ফয়সাল, ঢাকা কলাবাগান থানা যুব মহিলা দলের সভাপতি শামিমা জাহান শাথী(হিরু), নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, নড়িয়া উপজেলা যুব দলের সহ সভাপতি আব্দুল লতিফ শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুজন ছৈয়াল।
এসময় বক্তরা বলেন, পদ্মায় ৮-১০ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। তাই ২৪ ঘন্টার ভিতরে যদি বালু কাটা বন্ধ না হয় তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।
Comments