
কঙ্গো প্রজাতন্ত্রের উত্তরপশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় আগুন ধরার পর সেটি ডুবে গিয়ে ৫০ মানুষ নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে কঙ্গো নদীতে প্রায় ৪০০ যাত্রী নিয়ে মোটরচালিত নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। এমবান্ডাকা শহরের কাছে পৌঁছালে নৌকাটিতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে, নৌকায় রান্না করা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
এদিকে, প্রায় ১০০ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই শরীরে পোড়া দাগ রয়েছে।
Comments