Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় বুধবার দুপুরে জাকির হোসেন নামে এক প্রবাসীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। তিনি ব্যাংক থেকে টাকা তুলে একটি এনজিও এর অফিসে জমা দিতে যাচ্ছিলেন। পথে প্রাইভেট কারে এসে ছিনতাইকারী চক্র সেই টাকা লুটে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী জাকির কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, ছিনতাইয়ের টাকা উদ্ধারে থানা-পুলিশ অভিযান চালাচ্ছে। 

জাকির টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আজগানা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মমির উদ্দিন। তিনি ওই টাকা ব্র্যাক অফিসে ঋণের টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তোলেন জাকির হোসেন। সেই টাকা ব্যাগে করে অটোরিকশাযোগে সাহেববাজার এলাকার ব্র্যাক অফিসে জমা দিতে যাচ্ছিলেন। সাহেবাবাদ এলাকায় পৌঁছালে ৪-৫ জনের একটি ছিনতাইকারী চক্র সাদা রঙের প্রাইভেট কারে এসে তার গতিরোধ করে। পরে প্রাইভেট কারের জানালা দিয়ে জাকির হোসেন কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রাইভেট কারটি দ্রুত মির্জাপুরের দিকে চলে যায়।

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের আহমেদ জানান, বুধবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওই এলাকার সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধার করা হবে।