
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষা ও তাদের তিন সন্তান।নিয়ে আগামী সপ্তাহে ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। বুধবার জেডি ভ্যান্সের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভ্যান্সের মুখপাত্র সিবিএস নিউজকে জানিয়েছেন, ১৮ এপ্রিল শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে এই সফর। প্রথমেই তারা যাবেন ইতালিতে, যেখানে ‘হলি উইক’ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় ভ্যান্স ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করবেন।
এরপর ভ্যান্স পরিবার ভারত সফরে যাবেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরে ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে ভারতের সঙ্গে কিছু টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে ভ্যান্সের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, সফরকালে এই শুল্কসংক্রান্ত জটিলতা নিরসনের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে।
ভারত সফরে জয়পুর ও আগ্রা সফরের পরিকল্পনা রয়েছে ভ্যান্স পরিবারের। সেখানে তারা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
Comments