
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বজ্রাঘাতে আবির দেওয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া আরো তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার(১৭ এপ্রিল) দুপর ২ টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলা তস্তিপুর গ্রামের আলমঙ্গীর দেওানের ছেলে। আহতরা হলেন একই গ্রামের হাতেম দেওয়ানের দুই ছেলে আল আমিন দেওয়ান (৩৫) রতন দেওয়ান (৩৮) ও সাগর মোল্লার ছেলে মোহন মোল্লা (৪০) আহতদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ভাবে জানা যায় , উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের আলমঙ্গীর দেওয়ানের পুকুরে ডাল দেওয়ার জন্য পুকুর পারে গেলে বজ্রাঘাতে আবির ঘটনা স্থলেই মারা যায়। অন্যদিকে আল আমিন দেওয়ান,রতন দেওয়ান এবং সাগর মোল্লা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি অবগত হয়েছি যেহেতু বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, তাই মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।
Comments