
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্ত-ক্রেইগ আরভিনদের ম্যাচ মাত্র ৫০ টাকা খরচ করেই দেখা যাবে। তবে সিলেট টেস্টের খেলা দেখতে হলে সশরীরে টিকিট কাটতে হবে। বিপিএলে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা থাকলেও এবার জিম্বাবুয়ে সিরিজে সেই সুবিধা রাখছে না বিসিবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ম্যাচের টিকেটের যাবতীয় তথ্য জানিয়েছে বিসিবি। সিলেট টেস্টের সর্বোচ্চ টিকিট মূল্য ৫০০ টাকা, আর সর্বনিম্ন ৫০ টাকা। গতবছরের তুলনায় সব গ্যালারির টিকিটের মূল্য এবার কমিয়ে নির্ধারণ করেছে বিসিবি।
শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিল এরিয়ার টিকেট পাওয়া যাবে মাত্র ৫০ টাকায়। এছাড়াও শহীদ আবু সাইদ স্ট্যান্ড ১০০, পূর্ব গ্যালারি (ফটক-২) ১৫০ ও ক্লাব হাউজের টিকিট মূল্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ৫০০ টাকায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল (রোববার) খেলা শুরু হলেও টিকিট পাওয়া যাবে আগামী ১৯ এপ্রিল (শনিবার) থেকে। শনিবার সকাল ১০টা থেকে স্টেডিয়ামের বুথে পাওয়ায় যাবে টিকিট। এছাড়াও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আগামী ২০ এপ্রিল সকাল ১০টা থেকে পাওয়া যাবে এই ম্যাচের টিকেট।
Comments