Image description

ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের ওই বন্দরে এ হামলায় আহতের সংখ্যা শতাধিক।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদেনে এসব তথ্য জানিয়েছে। হুথি পরিচালিত সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর থেকে বড় হামলার একটি এই হামলা।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। হুথিদের দেওয়া মৃতের সংখ্যা সম্পর্কে মন্তব্যের অনুরোধে অবশ্য পেন্টাগন সাড়া দেয়নি।

এক্সে একটি পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা, যারা দেশবাসীকে শোষণ করে চলেছে।

এরআগে গত মাসে হুথিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ পরিসরে হামলা শুরু করে। লোহিত সাগরের জাহাজের ওপর আক্রমণ বন্ধ না করলে হামলা থামবে না বলে ঘোষণা দিয়েছে তারা।