Image description

রাজশাহীর পুঠিয়ায় পৌরভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লক্ষাধিক টাকার টিসিবির পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পুঠিয়া থানার সামনে পৌর সদরের পুরাতন পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। 

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে টিসিবির পণ্যগুলো রাখা ছিল। সেখানে অফিসিয়াল কোনো কাজকর্ম চলে না। গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের লোকের ধারণা লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বেশির ভাগই  বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।