Image description

কক্সবাজার মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলক সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। সি ট্রাক আসার খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে অনেককে প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। পরে ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এই সি ট্রাক চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি ট্রাক চালু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

উপস্থিত কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, তাদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। ফলে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।