Image description

চীনের ওপর আরোপিত চড়া শুল্ক শিথিলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। একই দিনে তিনি টিকটক প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে চুক্তি স্থগিত করার কথা জানিয়েছেন। খবর রয়টার্স

ট্রাম্প বলেছেন, চীনের ওপর আমি আর শুল্ক বৃদ্ধি করতে চাই না। নইলে এক পর্যায়ে মানুষ আর কিছু কিনবে না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি চাই না শুল্ক আরও বৃদ্ধি পাক, কারণ এক সময় এটি এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে মানুষ কেনাকাটা করতে পারবেন না।’ তিনি আরও জানান, ‘তাহলে হয়তো আমি শুল্ক বৃদ্ধি করতে চাই না, বা ওই স্তর পর্যন্ত যাব না। আমি চাই শুল্ক কমে যাক, কারণ এক সময় মানুষ আর কেনাকাটা করবে না।’

ট্রাম্পের এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এটি ইঙ্গিত দেয় যে মার্কেটগুলো যাতে বড় শুল্ক বৃদ্ধির প্রভাবে না পড়ে, সেজন্য শুল্ক চাপ কমানোর সম্ভাবনা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে নতুন শুল্ক আরোপ করা হয়েছে, তবে দুই পক্ষের সম্পর্কের উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া ট্রাম্প চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধির পর চীনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নেবে। তবে ট্রাম্প আশাবাদী, এই সংকট সমাধান করা সম্ভব হবে।

টিকটক চুক্তি সম্পর্কে ট্রাম্প জানান, যে চীনা কোম্পানি বাইটড্যান্সের কাছে যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপের সম্পদ বিক্রি করার জন্য নির্ধারিত আইনি সময়সীমা বারবার বাড়িয়েছেন। তিনি বলেন, ‘আমাদের টিকটক নিয়ে একটি চুক্তি রয়েছে, তবে এটি চীনের ওপর নির্ভরশীল, তাই আমরা কাজ না হওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত রাখব।’

এ থেকে স্পষ্ট হচ্ছে যদিও যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্কের দিকে কিছু ইতিবাচক সংকেত রয়েছে, তবে টিকটক এবং বাণিজ্যিক চুক্তির বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত অমীমাংসিত রয়ে গেছে।