সীতাকুণ্ডে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা আক্তার (২৫)নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ডে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর সীমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনির মো. মাহমুদুল হক করিম স্ত্রী। তিনি একই ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খান ও পারভীন আক্তারের মেয়ে।
থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সীমা আক্তারের সঙ্গে স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করলে সীমা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকায় থাকা তার মা-বাবাসহ এলাকাবাসী ছুটে গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়। এ সময় স্বামী করিম পালিয়ে যায়। এদিকে হাসপাতালে নিয়ে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান স্ত্রী সীমা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে করিম নামক ঐ যুবক ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে
নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments