Image description

ইতালিতে পর্যটকবাহী কেবল কার দুর্ঘটনায় এক ব্রিটিশ দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতালির দক্ষিনাঞ্চলে নেপলসের পর্বতে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কেবল কারটি মাউন্ট ফাইটো ও কাস্তেল্লামারে ডি স্ট্যাবিয়া শহরের রুটে চলাচল করত। মাউন্ট ফাইটো সমূদ্রসীমা থেকে ১ হাজার ১০০ ফুট উঁচু। মাঝপথে তার ছিঁড়ে কেবল কারটি নিচে পড়ে যায়।

নিহত চারজনের মধ্যে দুইজন ব্রিটিশ নাগরিক। তাঁরা দম্পতি ছিলেন। নিহতদের মধ্যে একজন ইসরায়েলের এবং অন্যজন ইতালির নাগরিক। নিহত ইতালির নাগরিক কেবল কার কর্তৃপক্ষেরই কর্মকর্তা ছিলেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কাস্তেল্লামারে ডি স্ট্যাবিয়া শহরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উঁচু পর্বতের সাথে তিন কিলোমিটার দীর্ঘ পথে কেবল কার আসা যাওয়া করে। সব সময় এর নিরাপত্তাজনিত বিষয়গুলো পরীক্ষা করা হয়। ইতালির গণমাধ্যমে জানা গেছে, তারপরও এ দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করা হচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখান থেকেই তিনি ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন।

১৯৫২ সাল থেকে মাউন্ট ফাইটোতে কেবল কার চলাচল করে। ১৯৬০ সালে একই ধরণের দুর্ঘটনায় চারজন নিহত হয়।