Image description

প্রায় ছয় মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচাবাজার থেকে বিপণি বিতান সব জায়গায় ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা-বিক্রেতারা বলছেন, সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।

পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত ১ অক্টোবর থেকে সুপারশপ আর ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। অভিযান চালানো হয় বাজার-কারখানায়। তবে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। 
 
প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ।
 
পলিথিন ব্যাগ বিক্রি করে এমন এক বিক্রেতা বলেন, এখন আগের চেয়ে কম বিক্রি হচ্ছে। অনেকে বিকল্প খুঁজছে, তবে তেমন পাওয়া যাচ্ছে না। 

পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের সম্মিলিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। কিন্তু এত বছরেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ।