গাজীপুরে সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় কারাগারে ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাফারি পার্কের লামচিতা-২ বেষ্টনী থেকে তিনটি আফ্রিকান প্রাণী লেমুর চুরির ঘটনায় মাস্টাররোলের কর্মচারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে উপস্থাপন করা হলে আদালত গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জহিরুল ইসলাম ও নিপেল মাহমুদ। নিপেল মাহমুদ পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলামের ভাগিনা আউট সোর্সিং কর্মচারী। গ্রেপ্তারের বিষয়টি পার্ক কর্তৃপক্ষ গোপন রেখেছিল।
ওসি বলেন, চুরির ঘটনায় গত ৭ এপ্রিল মামলায় রুজু হওয়ার পর তাদের দুইজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর কাশেম জানান, মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে উপস্থাপন করা হয়েছিল। আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। আমরা আবার রিমান্ডের আবেদন করব।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো: রফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা পার্কের লামচিতা-২ বেষ্টনীর নেট কেটে তিনটি আফ্রিকান প্রাণী লেমুর চুরি করে। চুরির ঘটনায় গত ২৪ মার্চ থানায় অভিযোগ দেয়া হলে ৬ এপ্রিল মামলা রুজু হয়। তবে চুরি যাওয়া লেমুর উদ্ধারে কার্যত কোনো ভূমিকা নেই।
Comments