
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। শনিবার(১৯ এপ্রিল) সন্ধ্যায় জলঢাকা স্টেডিয়াম মাঠে জামায়াতের জনসভায় এ কথা বলেন তিনি ।
ডা. শফিকুর রহমান বলেন, সব হত্যার বিচারের পর নির্বাচন। না হলে আবার পূর্বের মত অবস্থা হবে। তাই আগে সংস্কার জরুরি। ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক নেতাকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে। তারা খুন করেছে,গুম করেছে। ধর্ষণের রাজত্ব কায়েম করেছ। এরকম দেশ আমরা চাইনা।
তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। এমন একটা দেশ গড়তে চাই যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। এটাই আমাদের চাওয়া এজন্যই আমাদের আন্দোলন। একটি মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর - দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর - দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর - দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর - দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মজলিসের সূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হুদা জেলা বার সমিতির সভাপতি এ্যডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান।
Comments