Image description

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকে শুরু হয়েছিল। যার এখনও কোনও সুরাহা নেই। আবারও দুই বোর্ডের মধ্যে লড়াই। বহু অনুরোধ সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি বিসিসিআই। ভারতের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। এবার ভারতে মেয়েদের বিশ্বকাপ খেলতে আসতে চায় না পাকিস্তান। 

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। যেখানে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তাই এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই চুক্তি হয়েছিল যে ২০২৭ সাল পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্ট গুলোতে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এবার নারী বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানিয়ে দিলেন পিসিবি চেয়্যারম্যান মহসিন নাকভি।

নারীদের বিশ্বকাপ নিশ্চিতের পর নাকভি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি। সেটা নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার। যে নিরপেক্ষ জায়গায় খেলতে বলবে যাব। যখন এটা নিয়ে একটা চুক্তি হয়েছে, তখন সেটা মানতেই হবে।’

বিশ্বকাপের বাছাইপর্বে কোনো ম্যাচ না হেরেই সবার উপরে থেকে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান দল। তবে ভারতে যেতে অস্বীকৃতি জানালেও পাকিস্তান কোথায় খেলতে চায় এমন কোনো কথা জানাননি নাকভি। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে।