Image description

মারা গেছেন ভারতের টেলি অভিনেতা ললিত মনচন্দা। গত সোমবার ভারতের উত্তর প্রদেশের মিরাটের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। অভিনেতার এই রহস্যজনক মৃত্যুতে পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রাথমিকভাবে অভিনেতার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের পাশে কোনো সুইসাইড নোট বা তেমন কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত করা হবে মৃত্যুর কারণ। 

ইতোমধ্যেই অভিনেতার পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট না থাকায় খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার মানসিক স্বাস্থ্য কেমন ছিল, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। 

তবে অভিনেতার ঘনিষ্ঠরা দাবি করছেন, কয়েক মাস ধরে মানসিক চাপ এবং ব্যক্তিগত কিছু সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। তবে সে থেকেই এই আত্মহত্যা কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ছাড়াও ক্রাইম পেট্রলের মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন ললিত।