"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালির পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ সালমান, বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমান এবং সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় কার্যক্রম মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধান অতিথি মো. মুজিবুল ইসলাম বলেন, "সমবায় খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে সমবায়ের কাঠামোকে টেকসই করা। আমি আশা করি, আগামী দিনে মাধবপুরের সমবায়ী সংগঠনগুলো স্থানীয় মানুষদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়




Comments