Image description

নেত্রকোনার খালিয়াজুরীতে রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার জায়গায় দীর্ঘদিন ধরে একজন কলেজপড়ুয়া শিক্ষার্থী দিয়ে পাঠদানের অভিযোগ ওঠেছে। 

জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার প্রায় ২-৩ মাস যাবৎ অনুপস্থিত থাকলেও তার ভাগ্নি কলেজ শিক্ষার্থী আঁখি আক্তার তার জায়গায় বদলি শিক্ষিকার মতো শ্রেণিকক্ষে পাঠদান করছেন। শুধু তাই নয়, হাজিরা খাতায় অনুপস্থিত শিক্ষিকা নাজমা আক্তারের জায়গায় ভাগ্নি আঁখি আক্তার নিজেই স্বাক্ষর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা আক্তার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার ভাগ্নি আঁখি আক্তার কয়েক মাস ধরে ক্লাস নিচ্ছে। আমাদের স্কুলে পাঁচজন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র দুইজন শিক্ষক আছেন। ছাত্রসংখ্যা ৭৪ জন হলেও উপস্থিত থাকে গড়ে ১৮ জন। অনেক শিক্ষার্থী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে চলে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি আমরা জানি। জনবল সংকট এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত তদারকি সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত সমন্বয় কার্যক্রম জোরদার করা হবে।