Image description

পাবনার আটঘরিয়া উপজেলায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় (অব.)-এর যুগ্ম সচিব ও উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) ও পেশাজীবী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি প্রফেসর মো: আহসান হাবিব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ড ও পেশাজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।

উপস্থিত ছিলেন পেশাজীবী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাসান ইমাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন খান, আহসানুল আলম বকুল, জুলফিকার ইসলাম সাগর, সদস্য শফিউল ইসলাম সোহাগ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম সহ মেধাবী শিক্ষার্থীরা।

এ সময় দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পেশাজীবী কল্যাণ পরিষদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।