হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২রা নভেম্বর) ভোররাতে উপজেলার পৌর এলাকার পূর্ব মাধবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিন্নত আলীর ছেলে ছৈয়দ আলী (৩৭) এবং ফুল মিয়ার ছেলে দুধ মিয়া (৩৩)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’
ওসি জানান, উপজেলার হরিশ্যামা পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের এক বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির কয়েকজন আহত হন এবং তারা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ছৈয়দ আলী ও দুধ মিয়াকে গ্রেপ্তার করা হয়।



Comments