Image description

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের দোতলার একটি কক্ষে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাসভবনে থাকা পুলিশ সদস্যরা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই কক্ষে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। 

আগুন লাগার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, ‘ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। ওই সময় বাসভবনে কেউ না থাকায় কারও ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।’