জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে বুধবার দিবাগত সারারাত ধরে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন– সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন অর রশিদ (৪৯), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (৪২), মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রঞ্জু মিয়া সুজন (৩০), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ পলিন (২৪), বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া (৩৫), সাধুরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক দুদু মিয়া (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।




Comments