Image description

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে জামায়াতে ইসলামী অনড় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।  

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তাহের।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তাহের।