Image description

শরীয়তপুরের জাজিরায় দুষ্কৃতকারীদের ছোড়া হাতবোমায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ভোরবেলা ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় মিছিল ও বিক্ষোভ শুরু করে দলটির নেতাকর্মীরা। তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও টায়ারে আগুন দিয়ে উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিছু হটলে বিক্ষোভকারীরা একই পথে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ‘দুষ্কৃতিকারীদের ছোড়া হাতবোমার আঘাতে পুলিশের গাড়ির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পিছু হটলে তারা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’