ধানমণ্ডি ৩২ নম্বরে মারধরের শিকার হয়ে গ্রেপ্তার হওয়া এক নারীকে পুলিশের ভ্যানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা গেছে। তার স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় ওই নারীকে পেটানো হয়।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে বসেও তিনি ওই স্লোগান দেন।
এর আগে এদিন সকালে ধানমণ্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ। পরে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেয় ধানমণ্ডি থানা পুলিশ।




Comments