Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মুজিব চত্বর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থাপিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থিত মুজিব চত্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৪ আগস্ট মুজিব ভাস্কর্যটি ভাঙচুর করা হলেও কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরাইরা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যা করেছে।

এখনও শহীদদের রক্তে রাজপথ ভেজা। তবে আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্রজনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের চত্বর গুড়িয়ে দিয়েছে।’