ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেলসম্পদ ভেনেজুয়েলা থেকে ‘হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে’। তিনি প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর জোটের সদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ। তিনি ‘দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের’ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস, উভয়ের কাছে উত্থাপন করেছেন।
রয়টার্স জানায়, ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করবে ভেনেজুয়েলা। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ রোববার এ কথা বলেন।
এদিকে রোববার সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন মাদুরোর সাথে তার কথা হয়েছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, তা খোলাসা করেননি তিনি। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার ট্রাম্পের কাছে মাদুরোর সঙ্গে আলাপের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো– হ্যাঁ হয়েছে।




Comments