Image description

ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড বসানোর পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চতুর্থ তলায় চিকিৎসাধীন বেগম জিয়ার নিরাপত্তার স্বার্থে তাঁর ইউনিটের আশপাশের কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।