বলিউডের অন্যতম বহুমুখী ও শক্তিশালী অভিনেতা বোমান ইরানি। কমেডি হোক বা নেতিবাচক চরিত্র—পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের জন্য বাড়তি পাওনা। আজ মঙ্গলবার এই গুণী অভিনেতার ৬৫তম জন্মদিন। ৪১ বছর বয়সে সিনেমায় এসেও যে রাজত্ব করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তবে তার এই সফলতার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না।
বোমান ইরানির জীবনটা আর দশটা সাধারণ শিশুর মতো ছিল না। খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। হাইস্কুলের গণ্ডি পেরোনোর পর জীবিকা নির্বাহের জন্য মুম্বাইয়ের বিখ্যাত ‘তাজ মহল প্যালেস’ হোটেলে ওয়েটার ও রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন। টানা দুই বছর সেখানে কাজ করেন তিনি। পরিবারের প্রয়োজনে একসময় বেকারির দোকানেও কাজ করেছেন।
হোটেলে কাজ করার সময় টিপসের টাকা জমিয়ে একটি ক্যামেরা কেনেন বোমান। শুরুতে বিভিন্ন স্কুলের ফুটবল ও ক্রিকেট ম্যাচের ছবি তুলে মাত্র ২০-৩০ টাকায় বিক্রি করতেন। তবে ৩২ বছর বয়সে তিনি ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ’-এর ছবি তুলে এবং পরে বিশ্বকাপের ‘অফিসিয়াল ফটোগ্রাফার’ হিসেবে কাজ করে নিজের দক্ষতার প্রমাণ দেন।
দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করলেও বড় পর্দায় বোমানের অভিষেক হয় বেশ দেরিতে। ২০০০ সালে শাহরুখ খান অভিনীত ‘জোশ’ ছবির মাধ্যমে যখন তিনি বলিউডে পা রাখেন, তখন তার বয়স ৪১ বছর। স্বপ্নপূরণে যে বয়স কোনো বাধা নয়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন।
‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘ডন’, ‘ম্যায় হু না’, ‘ভীর জারা’ এবং ‘জলি এলএলবি’র মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় তার দুর্দান্ত অভিনয় ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত ৮৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে বহু সম্মাননা অর্জন করেছেন তিনি।
সামনে বোমান ইরানিকে প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’ সিনেমায় দেখা যাবে। মারুথি পরিচালিত ছবিটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




Comments