Image description

কেবলমাত্র সরকারের অনুমোদিত বা অথরাইজড সংস্থাগুলোই প্রয়োজনে ফোনে আড়ি পাততে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেন, অনুমোদনহীন কোনো সংস্থা বা ব্যক্তি এ ধরনের কাজ করতে পারবে না।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফোনে আড়ি পাতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করেন, “সরকারের যেসব সংস্থা অথরাইজড, তারাই কেবল ফোনে আড়ি পাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।”

বিডিআর (পিলখানা) হত্যাকাণ্ডের তদন্ত ও প্রতিবেদন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। তদন্ত প্রতিবেদনের যেসব সুপারিশ ইতিবাচক ও কার্যকর, সেগুলো বাস্তবায়ন করা হবে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধ অনুপ্রবেশ করতে না পারে এবং বাইরে থেকে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকার তাকে প্রয়োজনীয় বিশেষ নিরাপত্তা দিতে প্রস্তুত। তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে কারো নিরাপত্তার শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। যার জন্য বিশেষ নিরাপত্তা দরকার, তাকে তা দেওয়া হবে।”