এক সপ্তাহ পার না হতেই আবারও কেঁপে উঠল বঙ্গোপসাগর এলাকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে উৎপত্তিস্থল উপকূল থেকে বেশ দূরে হওয়ায় স্থানীয় বাসিন্দারা এর কম্পন অনুভব করেননি।
ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এই কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত এক সপ্তাহের মধ্যে এ অঞ্চলে বেশ কয়েকবার ভূমিকম্পের ঘটনা ঘটল:
১ ডিসেম্বর: দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, ৪.৯ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
২৬ নভেম্বর: ওই দিন রাতেও বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
পরপর এসব ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও ঘন ঘন কম্পনের কারণে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।




Comments