বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর ফলে গ্রাহকদের আটকে থাকা আমানত ফেরত পাওয়ার পথ সুগম হয়েছে।
আমানতকারীদের জন্য স্বস্তির খবর হলো, আগামী সপ্তাহ থেকেই টাকা ফেরত দেওয়া শুরু হবে।
প্রথম ধাপ: প্রাথমিকভাবে যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের টাকা আগামী সপ্তাহ থেকে ফেরত দেওয়া হবে।
পরবর্তী ধাপ: বড় অঙ্কের আমানতকারীদের টাকা পর্যায়ক্রমে ফেরত দেওয়ার জন্য একটি রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে।
নতুন এই সরকারি ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা।
বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।
মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।




Comments