লন্ডনের রাস্তায় যত্রতত্র পানের পিক ফেলার অভ্যাসে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং এই ‘নোংরামি’ ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে লন্ডনের ব্রেন্ট কাউন্সিল। এখন থেকে রাস্তায় পানের পিক ফেললেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
উত্তর-পশ্চিম লন্ডনের বিভিন্ন এলাকায় দক্ষিণ এশীয়দের বসবাসের কারণে সেখানে পান খাওয়ার প্রচলন বেশি। কিন্তু পান চিবোনোর পর রাস্তাঘাট, ভবন, টেলিফোন বক্স এমনকি ফুলের বাগানেও পিক ফেলার কারণে লালচে-বাদামি বিশ্রী দাগ পড়ে যাচ্ছে।
ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে, এই দাগ পরিষ্কার করতে বছরে তাদের খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ টাকারও বেশি। অনেক ক্ষেত্রে শক্তিশালী ক্লিনিং জেট ব্যবহার করেও এসব দাগ পুরোপুরি তোলা সম্ভব হয় না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাউন্সিল ‘জিরো-টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। এখন থেকে পানের পিক ফেলা ঠেকাতে সড়কে টহলে থাকবেন এনফোর্সমেন্ট কর্মকর্তারা। হাতেনাতে ধরা পড়লে অপরাধীকে সর্বোচ্চ ১০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার টাকারও বেশি জরিমানা গুনতে হবে।
ব্রেন্ট কাউন্সিলের পরিবেশবিষয়ক ক্যাবিনেট সদস্য ক্রুপা শেঠ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আমাদের রাস্তাঘাট নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমরা জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর মধ্যে তারাও অন্তর্ভুক্ত, যারা পান ফেলে শহরের অবকাঠামো নোংরা করছে। ব্রেন্টের সঙ্গে ঝামেলা করবেন না, আমরা আপনাকে ধরব এবং জরিমানা করব।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গবেষণায় বলা হয়েছে, সুপারি নিজেই কার্সিনোজেনিক। অর্থাৎ তামাক ছাড়াই এটি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। স্বাস্থ্যঝুঁকি এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Comments