ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা আজ মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৬৩১। আহত হয়েছেন হাজারো মানুষ। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৫০০ জন। ইন্দোনেশিয়া সরকারের দুর্যোগ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির দুর্যোগ সংস্থা জানায়, গত সপ্তাহে মালাক্কা প্রণালীর ওপরে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তিনটি প্রদেশের প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ থেকে বঞ্চিত আছেন।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার তরফে জানানো হয়েছে যে, ইতোমধ্যেই উদ্ধারকারী দলগুলো প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছেন।
আচেহ প্রদেশের পিদি জয়া রিজেন্সির বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে জানিয়েছেন, বন্যার পানি ছিল ‘সুনামির মতো’। তিনি আরও বলেন, ‘আমার দাদি’র মতে, এটি তার জীবনে দেখা সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ বন্যা।’
বন্যার কারণে যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। ফলে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদেরকে পায়ে হেঁটে এবং মোটরসাইকেলে করে মানুষের কাছে পৌঁছাতে হচ্ছে। বন্যাক্রান্ত অঞ্চলে অনেক জায়গায় সড়ক ডুবে গেছে, সেতু ভেসে গেছে। এছাড়া কিছু এলাকা দেখা গেছে ধ্বংসাবশেষে ঢাকা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড়, যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। এর ফলে একদিকে যেমন আকস্মিক বন্যা দেখা দিয়েছে, অন্যদিকে কিছু কিছু এলাকায় ভুমিধসের ঘটনাও ঘটেছে।




Comments