Image description

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দেশকে খাদ্য সহায়তার পাঠানোর প্রশংসনীয় এই উদ্যোগই এবার হিতে বিপরীত হয়েছে পাকিস্তানের জন্য। কেননা শ্রীলঙ্কায় পাঠানো খাবারের প্যাকেটগুলোতে উল্লেখিত তারিখ বলছে, খাবারগুলো মেয়াদোত্তীর্ণ!

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ডিটওয়াহ-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৩৯০ জনের প্রাণহানি হয়েছে। শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতোমধ্যেই এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েও আহ্বান জানিয়েছে। 

এই প্রেক্ষাপটে ভারতের পাশপাশি পাকিস্তানও শ্রীলংকার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু বিপত্তি বাঁধে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় পাঠানো খাবারের প্যাকেটগুলোতে, যেখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ (এক্সপায়েরি ডেট) হিসেবে উল্লেখ করা হয়েছে: ১০/২০২৪। অর্থাৎ, অক্টোবর ২০২৪ তারিখেই খাবারগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে।

মজার বিষয় হচ্ছে, মেয়াদোত্তীর্ণ খাবার পাঠানোর বিষয়টি প্রকাশ পেয়েছে পাকিস্তানের তরফ থেকেই। শ্রীলঙ্কায় খাদ্য সহায়তা পাঠানোর বিষয়ে আজ এক্স প্ল্যাটফর্মে (পূর্বের টুইটার) ত্রানের ছবিসহ একটি পোস্ট করে পাকিস্তান হাই কমিশন। 

এই পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায় খাবারের প্যাকেটগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখ হিসেবে গত বছরের অক্টোবর উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, খাবারগুলোর মেয়াদ এক বছর আগেই উত্তীর্ণ হয়েছে।

এক্স প্ল্যাটফর্মে পাকিস্তান হাই কমিশনের করা সচিত্র পোস্টে লেখা ছিল: ‘সর্বদা একসঙ্গে! শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই ও বোনেদের সাহায্য করার জন্য পাকিস্তান থেকে ত্রাণ প্যাকেজগুলি সফলভাবে বিতরণ করা হয়েছে, যা আমাদের অবিচল সংহতিকে তুলে ধরে।’

মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টি বুঝতে পেরে ইতোমধ্যেই এক্স প্ল্যাটফর্ম থেকে পোস্টটি সরিয়েও নিয়েছে পাকিস্তান হাই কমিশন। কিন্তু তাতে পাকিস্তানের প্রতি শ্রীলংকার ক্ষোভ প্রশমিত হয়নি এতটুকুও।