পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। রবিবার (৭ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগে শনিবারও (৬ ডিসেম্বর) এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয়রা জানান, সারাদিন আবহাওয়া ঠান্ডা থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা আরও বাড়তে থাকে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। চিকিৎসকরা জানিয়েছেন, কেবল গুরুতর অসুস্থদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলায় শীতবস্ত্র সহায়তার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মাধ্যমে ইতোমধ্যে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে।




Comments