Image description

ধর্ম দিয়ে দেশকে বিভাজনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ধর্ম দিয়ে দেশকে বিভাজনের চেষ্টা চলছে। ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি মেনে নেবে না বিএনপি। এ ছাড়া বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসিচব বলেন, ‘আমরা ভারাক্রান্ত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলছে।’

খালেদা জিয়া সুস্থতা কামনা করে ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি এত এত মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। তাঁকে সুস্থ করে তুলবেন।’