আগামী নির্বাচনে জামায়াত যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান আইন মানুষের তৈরি এবং বর্তমান সংবিধান পুরোপুরি ইসলাম ভিত্তিক নয়।
শনিবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে এই মন্তব্য করেন তিনি।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ’র সভাপতিত্বে দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।




Comments