চট্টগ্রাম-১৫: বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দ্বিতীয় ধাপে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানের অনুসারীরা।আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণার পর থেকে প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কে মিঠার দোকান এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর একইদিন সন্ধ্যার সময় মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া সীমান্তবর্তী ঠাকুর দিঘী বাজার এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে মুজিবুর রহমানের অনুসারী।তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যার পর মিঠার দোকান এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্র থেকে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে দলটির মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমানের অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঠাকুর দিঘী বাজারে জড়ো হন।সেখান থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে গাছের ডাল ফেলে এবং আগুন জ্বালিয়ে মহাসড়ক পুরোপুরি অবরোধ করে দেন। আকস্মিক এই অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। আন্দোলনের ধারাবাহিকতায় অবৈধ নমিনেশন মানি না মানবো না শ্লোগানে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা নাজমুল মোস্তফা আমিনকে দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে স্লোগান দেন এবং মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।আন্দোলন দুইদিনেই একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে।
এদিকে মনোনয়ন পেয়ে দলের নেতাকর্মীদের আনন্দ উল্লাস না করে বেগম খালেদার সুস্থতার জন্য দোয়া কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিল নাজমুল মোস্তফা আমিন।
তবে মহাসড়ক অবরোধের প্রথম দিনে রাতে মজিবুর রহমান তার ফেসবুক আইডিতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে এটি চূড়ান্ত নয় বরং প্রাথমিক মনোনয়ন বলে ইঙ্গিত করে একটি ফেসবুক পোস্ট করলেও পরবর্তীতে নির্বাচন করার ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট লিখেন - নির্বাচন করতেই হবে কোন উপায় নাই নেতা কর্মীদের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিব।




Comments