Image description

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে জেলার সদর ও দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩ লাখ ৩ হাজার টাকা মূল্যের এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির নির্দেশনায় সদর উপজেলার বাইপাস লালন চত্বর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। হাবিলদার মো. গিয়াস পারভেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাবনা থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটি থেকে ৪ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

এর আগে, গত রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের মরারপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং ভারতীয় মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে রাখা হয়েছে।