Image description

নোয়াখালী কোম্পানীগঞ্জ চরকাঁকড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ ও কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলমের ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ২৫ জন শিশু-কিশোরকে সাইকেল প্রদান করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নর মিয়া পণ্ডিত বাড়ির দরজায় দারুস সালাম জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল বিতরণ করা হয়। 

এই উদ্যোগে মোট ৩২ জন শিশু-কিশোর জামাতে নামাজে অংশ নেয়। তাদের মধ্যে ২৫ জন টানা ৪১ দিন দারুস সালাম জামে মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করে সাইকেল পাওয়ার যোগ্যতা অর্জন করে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলয়াতে হোসেন এবং কোম্পানীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান।

মসজিদ কমিটির সভাপতি মো. কামাল হোসেন বলেন, “শিশুদের নামাজে অভ্যস্ত করতে এটি আমাদের জন্য একটি সাহসী পদক্ষেপ ছিল। তাদের খুশি করতে পেরে আমরা আনন্দিত।”

এই উদ্যোগের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।” 

পুরস্কারপ্রাপ্ত শিশু কিশোররা জানায়, এই উদ্যোগের মধ্যেমে আমাদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। আমারা প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ার পাশাপাশি স্কুলে যাতায়াতে সাইকেলের সুবিধা পাচ্ছি। 

স্থানীয়রা মনে করেন, এই ধরনের উদ্যোগ কিশোরদের নৈতিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন ব্যতিক্রমী আয়োজন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

মানবকণ্ঠ/এসআর