Image description

সৌদি আরবের মক্কা ও মদিনায় উমরা পালনকারীদের ভিড় বাড়ায় হোটেল ভাড়ায় বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে পবিত্র দুই নগরীর কেন্দ্রীয় এলাকায় হোটেল ভাড়া প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় দেশগুলোতে ডিসেম্বরের ছুটি ও অগ্রিম বুকিংয়ের চাপে এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হোটেল ব্যবসায়ীরা জানান, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস ও ডিসেম্বরের মাঝামাঝিতে স্কুল ছুটি শুরু হওয়ায় প্রচুর মানুষ উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসছেন।

কেন্দ্রীয় এলাকা: হারামাইন শরিফাইনের (মক্কা ও মদিনা) কেন্দ্রীয় এলাকার হোটেলগুলোতে ভাড়া বেড়েছে ৪০ শতাংশ।

বাইরের এলাকা: কেন্দ্রীয় এলাকার বাইরের হোটেলগুলোতেও দাম বেড়েছে, তবে তা ১৫ থেকে ২০ শতাংশ।

বুকিং পরিস্থিতি: ডিসেম্বরের প্রথম সপ্তাহের ছুটির সময়সূচি প্রকাশের সঙ্গে সঙ্গে দুই পবিত্র নগরীর প্রায় ১০০ শতাংশ হোটেল বুকিং হয়ে গেছে।

হোটেল ভাড়া বৃদ্ধি ও রুম সংকট নিয়ে অভিযোগ করেছেন মক্কা-মদিনায় অবস্থানরত বাংলাদেশি হজ এজেন্সির মালিকরা। তাদের মতে:

১. বুকিং বাতিল: অনেক হোটেল পূর্বনির্ধারিত বুকিং বাতিল করে বাড়তি টাকা দাবি করছে। যেমন—মদিনার মারকাজিয়া এলাকায় ৩০০ রিয়ালে বুকিং করা রুমের জন্য এখন ৬০০ রিয়াল চাওয়া হচ্ছে।
২. রুম আটকে রাখা: অনেক ক্ষেত্রে রুম খালি থাকলেও বেশি দামের আশায় হোটেল কর্তৃপক্ষ তা ভাড়া দিচ্ছে না।
৩. হোটেল সংকট: মক্কার মিসফালা এলাকায় উন্নয়নকাজের জন্য প্রচুর হোটেল ভেঙে ফেলায় হারাম শরিফের কাছের হোটেলের সংখ্যা কমে গেছে, ফলে অবশিষ্ট হোটেলগুলোর ভাড়া আকাশচুম্বী।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত এই বাড়তি ভাড়া অব্যাহত থাকতে পারে। এরপর কিছুটা কমলেও উমরা মৌসুমের মূল সময় বা পিক সিজনে বিপুল সংখ্যক যাত্রীর আগমনে ভাড়া আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।