Image description

নতুন ইতিহাস গড়লেন ওমানের পেসার বিলাল খান। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে এখন ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়া পেসার হয়েছেন তিনি।

পেশোয়ারে জন্ম নেওয়া বিলাল বুধবার (২৫ জুলাই) নামিবিয়ার বিপক্ষে ওয়ার্ল্ডকাপ লিগ-২ ম্যাচে এই রেকর্ড গড়েছেন। ৪৯ ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার।

এর আগে ৫১ ওয়ানডেতে ১০০ উইকেট শিকার করে পেসার হিসেবে এই কৃতিত্বের অধিকারী ছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি।

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটশিকারি হিসেবে পেসারদের মধ্যে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসার ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।

পেস-স্পিন একসঙ্গে হিসেব করলে বোলার হিসেবে তৃতীয় দ্রুততম ১০০ উইকেট শিকারি বিলাল। ৪২ ম্যাচে ১০০ উইকেট নিয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে দুই নম্বরে আছেন আফগান লেগস্পিনার রশিদ খান।

মানবকণ্ঠ/আরএইচটি